আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ আগস্ট) সকাল ১১টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা।
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রেীয় সংসদের সহ সভাপতি মনির আলম চৌধুরী। প্রধান অতিথি মনির আলম চৌধুরী বলেন, এই ভোটার বিহীন সরকার শেখ হাসিনার পদত্যাগে বাধ্য করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলার সাজা মুক্ত করে দেশবাসীকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জণগণের মাঝে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এসময় লজাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীরা আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার আহবান জানান।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাশ শাহীনসহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভার আগে নগরীতে একটি র্যালি বের করে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে মহানগরের ত্রিশটি ওয়ার্ড ও বরিশাল জেলার দশ উপজেলা ও বিভিন্ন পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকা থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে আসে।
Leave a Reply