স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৭ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (২১ আগস্ট) সকাল ৭ টায় সিকদার বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের নাম এনায়েত হাওলাদার, তার স্ত্রী ময়না বেগম, সজীব, সাইফুল, জালাল হাওলাদার, রিফাত ও মুন্নি। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত সাইফুল অভিযোগ করে জানান, জালাল শিকদারের কাছ থেকে বেশ কয়েক বছর আগে ৪২ শতাংশ জমি ক্রয় করেন তারা। কিন্তু জালাল শিকদার সেই জমি সাইফুল ও তার পরিবারকে কে বুঝিয়ে দিচ্ছিলেন না। এ নিয়ে ২০ আগস্ট সালিশ বৈঠক শেষে আমিন ডেকে মেপে তাদের জমি পিলার গেড়ে সীমানা বুঝিয়ে দেওয়া হয়। পরের দিন সে জমিতে ধান চাষ করতে গেলে সাইফুল ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে জালাল শিকদার, সালাম, জলিল, সেলিম, মিরাজ, বাবুল, শাকিল, তরিকুল, রুবেল, ছোয়েদ, সাইফুল রহিম শাহজাহান ও মিজানসহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি, জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply