স্টাফ রিপোর্টার।। রোপনকৃত জমির উপর দিয়ে ড্রেন নেয়াকে কেন্দ্র করে কাউনিয়ার মতাসার এলাকায় দুই সহোদর কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মতাসার ৩ নং ওয়ার্ড প্রাইমারি স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্বজল বেপারী ও তার মামাতো ভাই সাব্বির মির। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাব্বির জানান, ঘটনার দিন শুক্রবার বিকেলে তাদের রোপন করা জমির ভেতর দিয়ে জোর পূর্বক ড্রেন কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করে একই এলাকার মজিবর গং। এ সময় তার বাবা দুলাল বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে মজিবর তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ সময় সাব্বির জিজ্ঞাসা বাদ করলে উত্তেজিত হয়ে মজিবর,তার ভাই রুবেল,রাজু ও রাসেল সহ কয়েকজন মিলে তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রামদা,বগিদা ও জিআই পাইপ সহ দেশিয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার মামাতো ভাই স্বজল ঘটনাস্থলে গেলে তাকেও তারা কুপিয়ে গুরুতর জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। সংবাদ পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরদিকে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply