1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক আর নেই বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের যাত্রা শুরু, সভাপতি: বিপ্লব; সম্পাদক: তোহা বরিশাল মহানগর ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন অধ্যক্ষ রেজাউল হাসান।। দেশ আলো বরিশালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর ছাত্রদলের মিলাদ আইজিসি’র আয়োজনে “প্রি-ডিপারচার অরিয়েন্টেশন এন্ড ফেয়ারওয়েল অনুষ্ঠিত।। দেশ আলো লালমোহন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম জন্মদিন পালিত লিও জেলা ২৭ তম বার্ষিক সম্মেলনে পূর্বাচল লিও পরিবারের অর্জন মেন্টাল পিচ সাপোর্ট এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগরপুর ইউনিয়নে আনারস প্রতীকের গণজোয়ার

কুমিল্লা-৯ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন রেজাউল হক চাঁদপুরী।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৮২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৯ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। সোমবার (২০ নভেম্বর) ঢাকার ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র বিক্রি উদ্বোধন শেষে তিনি তরিকতের চেয়ারম্যান নজিবুল বশরের হাত থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।

তরীকতের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ মুহাম্মদ আলী ফারুকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরীকত ফেডারেশন বিটিএফ মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে (২০ নভেম্বর) প্রায় একশ ফরম বিক্রি হয়েছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন বিষয়ে সোমবার ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যলয় বিটিএফ চেয়ারম্যান আলহাজ সৈয়দ বশর মাইজভান্ডারী এমপি’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে ঘোষিত তফসিল অনুযায়ী, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসুন।

নজিবুল বশর বলেন, স্বাধীনতার স্বপক্ষে অবস্থান নিয়ে আমরাই প্রথম, সাঈদী, নিজামী ও মুজাহিদ গংদের বিরুদ্ধে মামলা করেছি। জামায়াতের নিবন্ধন বাতিলের মামলাও আমাদেরই করা। এছাড়াও দৃশ্যমান অনেক কাজ আমরা করেছি তাই ১৪ দলীয় জোটনেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিৎ আমাদেরকে যথাযথ মূল্যায়ন করা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ভাইস চেয়ারম্যান যথাক্রমে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম কুতুবপুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ বাহার শিপলু, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, যুগ্ম আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, যুগ্ম সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা কামরুল আহসান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা নোমানসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION