1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মোটিভেশনাল মিটিং অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৪ জন সংবাদটি পড়েছেন।

দেশ আলো ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আলহাজ্ব মকবুল হোসেন কলেজে “মোটিভেশনাল মিটিং উইথ দ্য স্টুডেন্টস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে কলেজের অডিটোরিয়ামে এইচএসসি শাখার শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান এবং অনুষ্ঠানে ” কী নোট” স্পীকার হিসেবে ছিলেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।

অনুষ্ঠানের মূল অংশে অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম পরিধান, নিয়মিত ক্লাসে উপস্থিতি, ক্লাসে পারস্পারিক অংশগ্রহনসহ অন্যান্য কার্যক্রমের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে কিভাবে সমাজের তথা দেশ ও জাতির কল্যানে নিজেদের মেধা ও মননকে কাজে লাগাতে পারে এবং একজন আদর্শ ও দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সে প্রসঙ্গে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে এইচএসসি শাখার সকল শিক্ষার্থীবৃন্দ ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION