বিশেষ প্রতিবেদক, ঢাকা: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’…। ভাষা শহীদদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব মকবুল হোসেন কলেজ।
একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস পরিচালনা কমিটি।
একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরন।। দেশ আলো
এদিকে দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৭টায় অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসানের নেতৃত্বে কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে অধ্যক্ষ রেজাউল হাসান সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীর উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “শেখ রাসেল দেয়ালিকা” শুভ উদ্বোধন করেন।
এসময় মকবুল হোসেন কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply