অপু হাসান। ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রভাত ফেরি বের হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে গিয়ে শেষে হয়।
পড়ে ডিজিটাল পার্ক মাঠে চিত্রাঙ্ককন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ।
Leave a Reply