দেশ আলো ডেস্ক: পিরোজপুরে গলায় ওড়না পেচানো অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া সাকিনের কাঁচা নদীর পশ্চিম পাড়ে ভেরিবাধ সংলগ্ন নালার ভিতরে একজন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মহিলার আনুমানিক বয়স ২০-২৫ বছর। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ইন্দুরকানী থানায় মামলা রজ্জু করেছে পুলিশ যাহার মামলা নং-০৭।
মামলা সূত্রে জানা যায়, মৃতদেহটি লম্বা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো (লম্বা অনুমান ১.৫ ফুট। মৃতদেহটির নাকের বামপাশে সোনালী রংয়ের নাকফুল পড়া, রানী গোলাপী রংয়ের ওড়না দ্বাড়া গলার মাঝ বরাবর সামনের দিকে শক্ত গিট রয়েছে।
মৃত মহিলার পড়নে ঘিয়া রংয়ের কামিজ যাহার নিচের অংশে লাল-সবুজ-বেগুনী রংয়ের ফুলযুক্ত ছাপা রয়েছে। ঘিয়া রংয়ের স্যালোয়ার, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের সামনের অংশে মেহেদীর লাল রং আছে।
মৃত ব্যক্তির ছবি ও বর্ননা দেখে কেউ শনাক্ত করতে পারলে এস. আই (নিরস্ত্র) মো: ইব্রাহিম খলিলুল্লাহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পিরোজপুর কে (০১৯১৪৪৬৬৪৩৮) নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply