স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন -১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে নগরীর বাংলাবাজার এলাকায় এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনাল পর্বে বিজয়ের হাসি নিয়ে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার ছিনিয়ে নেয় দেবটেক এবং রানার্সআপ হয় মিন্টু স্মৃতি সংঘ।
এসময় উপস্থিত ছিলেন- ক্লাবের উপদেষ্টা বৃন্দ, কার্যনির্বাহী সদস্য বৃন্দ ও আমন্ত্রিত গন্যমান্য অতিথিবৃন্দ।
অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ক্লাবের প্রতিষ্ঠাতা মো: সাদ ইসলাম, বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: নাহিদ সরোয়ার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
Leave a Reply