1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

রাসুল (সাঃ)-কে অবমাননার প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৩৫ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।

বুধবার সকালে আমীরুল মুছলিহীন হযরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুর’র আহবানে বানারীপাড়ার মুসুল্লিদের অংশগ্রহণে ফেরীঘাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময়ে ধর্মপ্রান মুসল্লিরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। সমাবেশে উপস্থিত আলেম-ওলামা ও স্থানীয় ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

সমাবেশে বক্তারা বলেন- ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তাই ফ্রান্সের তৈরি সকল পণ্য বর্জন করা প্রত্যেক মুসলমানের ইমানী দায়িত্ব। বক্তারা জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের পাশাপাশি বাংলা‌দেশে ফ্রান্সের দূতাবাস ব‌ন্ধের আহবান জানান।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এ সম্পর্কে পুলিশ জানায়, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন। তার পর তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। সাড়ে পাঁচ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION