স্টাফ রিপোর্টার: বন্যা এবং প্লাবনে তলিয়ে গেছে দেশের পূর্বাঞ্চল। বিপাকে পড়েছে অসংখ্য মানুষ। তাদের পাশে দাঁড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোট ছোট টিম করে তারা বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে উদ্যোগ নিয়েছে।
বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিম গঠন করে নগরীজুড়ে বস্ত্র সংগ্রহের কাজ করে চলেছেন।
সংগৃহীত বস্ত্র বিভিন্ন ক্যাটাগরিতে প্যাকিং করে বন্যা দুর্গত এলাকায় সাহায্যকারী টিমের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এ কার্যক্রমে সাধারণ জনগণের প্রচুর সাড়া পেয়েছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বন্যাদুর্গত অসহায় মানুষদের পাশের দাঁড়ানোর জন্য আমাদের এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা নগরী জুড়ে বস্ত্র সংগ্রহ করে বন্যাদুর্গত এলাকায় পাঠিয়ে দিচ্ছি। গতকাল শুক্রবার প্রথম দিনে দুই হাজারের অধিক মানুষের বন্ত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছি। যা রাতেই বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে শিক্ষার্থীদের এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছে নগরবাসী। বস্ত্র সংগ্রহ কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষ।
Leave a Reply