বিনোদন ডেস্ক: ‘মুম্বাই ফ্যাশন উইকে’ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দেশের জনপ্রিয় তরুণ মডেল ইমাম মাহমুদ রিফাত। ভারতের ফ্যাশন ডিজাইনার রাই ক্রিসরির পোশাকে এ ফ্যাশন উইকের র্যাম্প থেকে স্মারক সম্মাননা পেয়েছেন বরিশালের ছেলে ইমাম মাহমুদ রিফাত।
মুম্বাই ফ্যাশন উইকে ডিজাইনার রাই ক্রিসরির নতুন পোশাকের মডেল হওয়ার পাশাপাশি তিনি অংশ নেন কলকাতার ‘ল্যাকমে একাডেমি সল্ট লেক প্রেজেন্টস ফ্যাশনোভা সিজন ৫’-এ। একজন সাধারণ মডেল নয়, একেবারে শো স্টপার হিসেবে র্যাম্পে হাটেন তরুণ এই মডেল। তার কাজ ও মেধার প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা রিফাতকে বিশেষ সম্মাননাও প্রদাণ করেছে। শুধু তাই নয়, এই ডিজাইনারের নতুন কালেকশনের ফটোশ্যুটেও মডেল হয়েছেন তিনি।
এছাড়াও মিস্টার ইউনিভার্স ২০২৪’ আসরে দ্বিতীয় রানার আপের মুকুট জিতেছেন রিফাত মাহমুদ। এবারের ‘মিস্টার ইউনিভার্স’-এর আসর বসেছিল ভারতের লক্ষেতে। ২০—২৫ আগস্ট বিশ্বের ২০টি দেশের ২০ জন প্রতিযোগীকে নিয়ে বসে এই আসর। ট্রান্সফরমেশন নাইটস আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় আমেরিকা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভিয়েতনাম, হংকং, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, কাতার, সাউথ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে রিফাত বলেন, ‘বাংলাদেশের মডেল হিসেবে নিজের দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দেশের বাইরে থেকে সম্মাননা পেয়ে আমি আরও বেশি আনন্দিত ও অনুপ্রাণীত বোধ করছি। সামনে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় পরিসরে কাজের কথা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এদিকে রিফাতের আন্তর্জাতিক অঙ্গনে এমন সুনাম অর্জনে খুশি তার নিজ এলাকা বরিশালের সাধারণ মানুষ। তারা মনে করেন, রিফাতের এমন অর্জন বরিশাল বাসীর জন্যও গর্বের। বরিশালের সাধারণ মানুষ রিফাতের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
প্রসঙ্গত, রিফাতের মিডিয়া যাত্রা শুরু হয় ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২’এ দ্বিতীয় রানার আপ হওয়ার ভেতর দিয়ে। সম্প্রতি এই তরুণ ফ্যাশন মডেল হিসেবে আন্তর্জাতিক কিছু ব্র্যান্ডের সাথেও কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছেন।
Leave a Reply