1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

বরিশালে পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩৭ জন সংবাদটি পড়েছেন।

বরিশালের গৌরনদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে পেটে জোড়া লাগানো যমজ কন্যা শিশু জন্মগ্রহণ করেছে। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা ও স্বাভাবিক রয়েছে।

গত বুধবার (২ জুন) বেলা ১২টায় স্থানীয় ময়ূরী ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমান অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো যমজ শিশু ভূমিষ্ঠ করান। জন্মের পর থেকেই নবজাতক দুটির শারীরিক জটিলতা থাকায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। যদিও দরিদ্র ভ্যানচালক বাবার পক্ষে সেটা সম্ভব হয়নি। কোনো উপায় না পেয়ে ওই দুই নবজাতককে বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশু দুটি বর্তমানে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের দ্বিতীয় ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তবে তাদের মা গৌরনদীর ক্লিনিকেই আছেন।

জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মো. আবু জাফরের স্ত্রী হালিমা বেগম এই যমজ শিশুর জন্ম দেন। এই দম্পতির ৬ বছর ও ৪ বছরের আরও দুটি কন্যাসন্তান রয়েছে।

গৌরনদীর ময়ুরী ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমান জানান, হালিমা বেগমকে সকাল ১০টার দিকে ক্লিনিকে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো যমজ নবজাতকের জন্ম হয়। স্বজনরা রোগীকে আগে আল্ট্রাসনোগ্রাম করিয়েছিলেন। তবে সেখানে জোড়া সন্তানের এ তথ্য জানানো হয়নি। অস্ত্রোপচারের পর দেখতে পান জোড়া লাগানো। অন্যদিকে নবজাতকদের জন্মের পর হঠাৎ করে হালিমা বেগমের শারীরিক অবনতি ঘটে। তাকে রক্ত দেয়া হয়। চিকিৎসকদের কয়েক ঘণ্টার চেষ্টায় তার অবস্থার উন্নতি হয়। বর্তমানে তিনি ক্লিনিকে ভর্তি আছেন।অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য জোড়া লাগানো যমজ নবজাতকদের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এরপর ওই নবজাতকদের বাবা তাদেরকে বরিশাল মেডিকেলে ভর্তি করেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক সৌরভ জানিয়েছেন, নবজাতক দু’জনই সুস্থ রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুদের আলাদা করতে হবে। তবে বরিশালে এ ধরনের অপারেশন হয় না এজন্য শিশু দুটিকে ঢাকায় নিতে হবে।

নবজাতকের পিতা আবু জাফর জানান, জীবিকা নির্বাহের জন্য তিনি পুরান ঢাকায় মুদি দোকান চালাতেন। কিন্তু করোনার কারণে ক্রেতা কমে যাওয়া এবং ক্রেতারা পাওনা টাকা পরিশোধ না করায় তার মুদি দোকান বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় ভ্যানগাড়ি চালান।
আবু জাফর আরও বলেন, ভূমিষ্ঠ হওয়ার তার সন্তান দুটি বাঁচাতে হলে অপারেশন করতে হবে। এই অপারেশন ব্যয়বহুল। তার একার পক্ষে তা সম্ভব নয়। এজন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION