1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

রুপাতলীতে অপসোনিন কোম্পানির কর্মচারীর হামলায় ব্যবসায়ী আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। চেক প্রতারণা কে কেন্দ্র করে নগরীর রুপাতলী অপসোনিন কোম্পানির কর্মচারীর হামলায় এক কাঠ গুড়া ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় রুপাতলি গ্যাস টারবাইন এলাকার গ্লোবাল ক্যাপসুল সিকিউরিটি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, আহতের নাম ইদ্রিস হাওলাদার। সে বরগুনা জেলার বেতাগী উপজেলার কিসমত ভোলানাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার হাওলাদারের ছেলে ও বরিশালের কাঠগুরা ব্যবসায়ী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আহত ইদ্রিস অভিযোগ করে জানান, সে ২০১৫ সালে বরিশালের এনজিও ইউনিসেফ স্কুলে কর্মরত ছিলেন। সেখান থেকে তার সাথে মাসুদ আহমেদের পরিচয়। তাকে বিভিন্ন রকমের শলা পরামর্শ দিয়ে চাকরি ছাড়িয়ে বরিশালের বিভিন্ন স্ব-মিল থেকে কাঠের গুড়া সংগ্রহ করে শুধুমাত্র তার কোম্পানিতে সরবরাহ করতে বলেন। সে জন্য মাসুদ ২০১৬ সালে ব্লাংক চেকে তার স্বাক্ষর রেখে তাকে ১ লক্ষ টাকা ধার দেয়। কিন্তু সেখানে শর্ত থাকে সংগ্রহকৃত সব কাঠের গুড়া মাসুদকে ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবেনা। মাসুদ প্রতি কেজি গুড়া ২ টাকা ২০ পয়সায় ক্রয় করার কথা থাকলেও এখানে প্রতি কেজিতে তাকে ৭০ পয়সা কম দেয়। এজন্য ইদ্রিস গুড়া তাকে না দিয়ে অন্য প্রতিষ্ঠানের কাছে গুড়া বিক্রয় করে। সে মাসুদের কাছে বাকি টাকা চাইতে গেলে আজ না কাল দিবে বলে দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে ইদ্রিস গ্যাস টারবাইন এলাকায় গেলে তাকে হত্যার চেষ্টায় মাসুদ ও তার ছেলে রাহাত সহ কয়েকজন ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION