1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ বরগুনায় জোরপূর্বক বিষপান করিয়ে চাচাকে হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার ০৩  মাদক উদ্ধারে ভোলার শ্রেষ্ঠ এসআই, লালমোহন থানার আবু ইউছুব দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হবো: নাহিদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব; নজর কেড়েছে মকবুল হোসেন কলেজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪৩ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে নানা বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ‘বসন্ত উৎসব-১৪২৯’ উদযাপন করেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর তেজগাঁও কলেজে এই উৎসব শুরু হয়।

বসন্ত উৎসবকে আরও রঙিন করতে বসন্ত মেলার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজ সহ বেশ কয়েকটি কলেজ। সেখানে পিঠাপুলি, পুতুলনাচ, নাগরদোলা, হস্তশিল্প ও মুক্তিযুদ্ধের বইয়ের স্টল খোলা হয়। এসব আয়োজন উৎসবের ভিন্ন মাত্রা যোগ করেছে। বাহারি রং ও স্বাদের নকশি পিঠার আয়োজন করে আগত অতিথিদের নজর কেড়েছে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ।

মঙ্গলবার সকালে উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংক্ষিপ্ত বক্তব্যে সমবেত দর্শকদের বসন্তের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন ঋতু ঘুরে ঘুরে আসে। আমরা বাঙালি। আমাদের সব ঋতুর জন্য গান আছে, কবিতা আছে, বিভিন্ন ঋতুর রঙ আছে নানা ঋতুর নানা ধাচ আছে। সব মিলিয়ে আমাদের কাছে বার বার একেকটা ঋতু আসে আর জানিয়ে দেয় আমরা বাঙালি। আমাদের সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘বসন্ত সুন্দর নিয়ে এসেছে, সম্ভাবনা নিয়ে এসেছে, সৃজনশীলতা নিয়ে এসেছে। বসন্ত আমাদের নতুন সৃষ্টির উল্লাস নিয়ে এসেছে। বসন্তের জন্য যে অপেক্ষা থাকে তা মূলত সুন্দরকে স্বাগত জানানোর জন্য।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা সব সুন্দরকে আলিঙ্গন করো। সুস্থ সংস্কৃতিকে ধারণ করে তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত বই পড়তে হবে। আমি আস্থার সঙ্গে বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘কটাক্ষ’ শব্দকে চিরতরে মুছে দেয়া হবে। আমার প্রতিটি সন্তান, প্রতিটি শিক্ষার্থী গভীর দেশপ্রেম আর আত্মবিশ্বাস নিয়ে দেশকে ভালোবেসে এগিয়ে যাবে।

উৎসবে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও তেজগাঁও কলেজের গভর্নিং কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। বসন্ত উৎসবে স্বাগত বক্তব্য প্রদান করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ।

এদিকে দিনব্যাপী চলা উৎসবে ছিল বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে বসন্তকে স্বাগত জানিয়ে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান। আর আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন র‍্যাচেল প্রিয়াংকা প্যারিস। অনুষ্ঠানে গানের পালায় সুরের ঝরনাধারা বইয়ে দিয়েছেন দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ। দর্শকবৃন্দ তা তন্ময় হয়ে উপভোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

One response to “জাতীয় বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব; নজর কেড়েছে মকবুল হোসেন কলেজ”

  1. MD Akbar Howlader says:

    আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে।

Leave a Reply to MD Akbar Howlader Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION