খাগড়াছড়ি শহরের শান্তিনগরে এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৯ টি দোকান। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগরের জাফর তালুকদার মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সেটাও প্রাথমিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।
পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূএপাত হয়েছে।
মার্কেটের মালিক জাফর তালুকদার জানান, মোবাইলে কল করে এক বন্ধু মার্কেটে আগুন লাগার খবর দেয়। এসে দেখি মার্কেটে আগুন জ্বলছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, তালুকদার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৯টির বেশি দোকান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply