1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

শেখ হাসিনার পতন : ভারতে যা যা ঘটেছে

  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৬ জন সংবাদটি পড়েছেন।

ছাত্র-নাগরির গণঅভ্যুত্থানে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা।

শেখ হাসিনার পতন এবং আশ্রয় নেওয়ার ঘটনায় প্রতিবেশী ভারতও তোলপাড়। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে এবং শেখ হাসিনার প্রশ্নে ভারতের ভূমিকা কী হবে তা নির্ধারণে দেশটির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সেখানে ঠিক কী হচ্ছে তা একনজরে দেখে নেওয়া যাক-

নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক

আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিন্‌হা এবং গোয়েন্দা বিভাগের (আইবি)-র ডিরেক্টর তপন ডেকা।

সর্বদলীয় বৈঠকে ভারত

বাংলাদেশ পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে হওয়া বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত।

সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতির ওপর নজর রাখছে তারা।

সূত্র আরও জানিয়েছে, সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছে।

ফিরেছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শেখ হাসিনাকে বহন করে আনা বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি দিল্লির নিকটবর্তী হিন্ডোন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে দেশে ফিরে এসেছে। ধারণা করা হচ্ছে, সেটিতে করে বাংলাদেশের সামরিক অফিসাররা নিজ দেশে ফিরে এসেছেন। এসব অফিসার শেখ হাসিনাকে ভারত পৌঁছে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION