স্টাফ রিপোর্টার: সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই স্থানে যুগযুগ ধরে চাকুরী করে ক্ষমতায় দাপড়িয়ে বেড়াচ্ছেন বরিশাল ডিসি অফিসের কর্মচারীরা।নেই কোন বদলি।যার কারনে একই স্থানে কোন কোন কর্মচারী দীর্ঘ ১৫ বছর যাবৎ কর্মরত আছেন।সেই সুযোগে অনেকে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়।
অনুসন্ধানে জানা গেছে, জেলা প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম গতিশীল, প্রভাবমূক্ত, দূর্ণীতি ও দালালীমূক্ত করণের লক্ষ্যে সরকারী কর্মচারীদের প্রতি তিন বছর পর পর বদলীকরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার এর সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বরিশাল জেলা প্রশাসনের কর্মচারীরা তা মানতে নারাজ। ঐ সকল আদেশ বা পরিপত্র অন্ধকারে লুকিয়ে রেখে তারা তাদের প্রাশাসনিক কাজ-কর্ম চালাচ্ছেন।তিন বছর পরপর কর্মচারীদের বদলী না করায় সুবিধাভোগী কর্মচারীদের মাঝে সৃষ্টি হয়েছে নানা রকমের ক্ষমতা,প্রভাব ও কর্তৃত্ব।এতে কখনো কখনো এক কর্মচারী আরেক কর্মচারীর কাছে হয়ে পরেছেন জিম্মি। বরিশাল জেলা প্রশাসকের কর্মচারীদের ক্ষেত্রেও কেউ কেউ আওয়ামীলীগ নেতাদের তদবিরে ভাল ডেক্সে বসে অন্যের ঘাড়ে চেপে আছেন।
বরিশাল জেলা প্রশাসনে কর্মরত একই কর্মস্থলে তিন বছরের অধিককাল কর্মচারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসের ক্লার্ক সিদ্দিকুর রহমান একই পদে ১৫ বছর। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট ক্লার্ক মজিদ খান ১২ বছর।হিজলা উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী জাকির গাজী ৬ বছর,একই অফিসের ওয়াদুদ মুন্সী ৪ বছর।মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী হাবিবুর রহমান ১৫ বছর,একই অফিসের হিসাব সহকারী বিপ্লব কুমার১৫ বছর।বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী এনামুল হক ৬ বছর সহ বিভিন্ন মেয়াদে প্রায় ১৮ বছর এখানে কর্মরত।বাকেরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী নাসির উদ্দিন ৭ বছর।উজিরপুর ভূমি অফিসের অফিস সহকারী শাহ আলম ৮ বছর।বরিশাল ডিসি অফিসের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী আয়শা আক্তার ৮ বছর,একই অফিসের অফিস সহকারী হারুন অর রশিদ ৯ বছর ও জলিল সরদার ৮ বছর।
বানিজ্য শাখার অফিস সহকারী শ্যামল চন্দ্র রায় ৬ বছর।জেঃএম শাখার অফিস সহকারী অসীম কুমার দাস ৫ বছর। জেঃ এম শাখার অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন ৮ বছর। আর এম শাখার অফিস সহকারী মনিরুল ইসলাম আকন ১০ বছর।একই শাখার অফিস সহকারী শাহানাজ পারভীন ৪ বছর।এস,এ শাখার হিসাব সহকারী সুবেকা প্রেষণ/সংযুক্তিতে কর্মরত১২ বছর।অত্র শাখায় তার কোন পদ নেই। এক আওয়ামীলীগ নেতার তদবিরে প্রেষনে কর্মরত।এস,এ শাখার অফিস সহকারী আনিছুর রহমান ৮ বছর। সাধারণ শাখার অফিস সহকারী মামুনুর রশিদ ৫ বছর।সাধারণ শাখার অফিস সহকারী মুনির হোসেন ১১ বছর।সংস্থাপন শাখার অফিস সহকারী বদরুন্নেছা মুন্নি ১৫ বছর।সংস্থাপন শাখার অফিস সহকারী শাহিনা বেগম ৭ বছর।সংস্থাপন শাখার হিসাব সহকারী মিঠু রানী দাস ১২ বছর।এডিএম কোর্টের পেশকার মোঃ কামরুজ্জামান ৭ বছর। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহকারী রিয়াজুল ইসলাম ৭ বছর।এদের মধ্যে ডিসি অফিসের আর,এম শাখার অফিস সহকারী মনিরুল ইসলাম আকনের নামে অভিযোগ রয়েছে সে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের বাসিন্দা। তিনি ভূয়া নাগরিকত্ব সনদ ও বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা বলে চাকুরী নিয়েছেন।মনিরুল ইসলাম আকন ও তার স্ত্রী একই শাখার অফিস সহকারী শাহানাজ পারভীন ৪ বছর যাবৎ একই রুমে বসে অফিস করেন।
তবে আশা করা যাচ্ছে সদ্য যোগদানকৃত নতুন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ডিসি অফিসের কর্মচারীদের উপজেলায় বদলী এবং উপজেলার কিছু কর্মচারী ডিসি অফিসে বদলী করলে সমতার নীতি প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, বদলী প্রক্রিয়ার মধ্যেই দূর্ণীতি প্রতিরোধ, স্বচ্ছতা , সততা ও সদাচরন নিহীত। কর্মচারী বদলী সংক্রান্তে পরিপত্র যেমনঃ (১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং-১৯১, ০৮ জুলাই ২০১৫, (২) ভূমি মন্ত্রণালয়ের স্মারক নং-১০৬, ১০ ফেব্রুয়ারী ২০১৯, (৩) বিভাগীয় কমিশনার, বরিশাল এর একাধিক স্মারকের মধ্যে (ক) স্মারক নং-৩৫৭(৬), ১১ নভেম্বর ২০১৯ এবং (খ) স্মারক নং-১১১(৬), ১৮ জুলাই ২০১৪। এমতাবস্থায়, সাধারণ কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বা সমতার নীতি প্রণয়নে একই পদে কর্মস্থলে তিন বছরের অধিক কর্মরত কর্মচারীদেরকে বদলীকরণ ও কর্মচারীদের প্রেষণাদেশ প্রত্যাহারপূর্বক পদ অনুযায়ী পদায়ণ, সংস্কার ও সমতার নীতি প্রণয়নে হবে।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সংস্কারের অংশ হিসেবে ইতিমধ্যেই তিনজনকে বদলি করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বদলি করা হবে।আমার এখানে কেউ দলীয় পরিচয়ে নয়,সবাই প্রজাতন্ত্রের কর্মচারী।
Leave a Reply