1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

আম্পানের তাণ্ডব; দেশের বিভিন্ন স্থানে নিহত ১১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৬৭৯ জন সংবাদটি পড়েছেন।

 

সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়া সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে নারী-শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে যশোরে দুই, রাজশাহীতে একজন, ভোলায় এক, পটুয়াখালীতে দুই, পিরোজপুরে তিন, সন্দ্বীপে এক ও সাতক্ষীরায় একজন রয়েছেন। বুধবার (২০ মে) বিকেল থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন,
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ওমেদপুর গ্রামে শাহআলম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। একই জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডুবতী এলাকায় গোলবানু (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান।

এদিকে মঠবা‌ড়িয়া পৌর এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ ধ‌সে শাহজাহান মোল্লা (৬৫) না‌মে এক ফল বি‌ক্রেতার মৃত্যু হ‌য়ে‌ছে। মৃত শাহজাহান মোল্লা মঠবা‌ড়িয়া উপ‌জেলার দাউদখা‌লি ইউ‌নিয়‌নের গিলাবাদ এলাকার ম‌জিদ মোল্লার ছে‌লে। বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর হারুন-অর-র‌শিদ।

যশোরের চৌগাছায় গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। মৃত মনোয়ারা গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী।

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আম্পান আঘাত হানার আগেই জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আম্পানের তাণ্ডবে পটুয়াখালী জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। জেলার কলাপাড়ায় উপজেলায় প্রচারণা চালাতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার শাহ আলম (৬০) নৌকা ডুবে মারা গেছেন। একই উপজেলার শাহাজাদার ছেলে রাশাদ (৫) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে গাছের ডাল পড়ে মারা যায়।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সড়কে গাছচাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগরে বুধবার সন্ধ্যায় গাছের ডাল ভেঙে পড়ে করিমন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এদিকে সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত ১২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।

আম্পান বাংলাদেশ অতিক্রম করলেও এর প্রভাবে আজও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চার সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে এখন ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘুর্নিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। উপকূলের ১০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION