বিসমিল্লাহ (৭৮৬) বলিয়া করোনা শুরু করলো ভাই
এই কথা এই দেশের ভেতর কাহারে বুঝাই।
সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমরা ৭৮৬-কে পবিত্র সংখ্যা হিসেবে বিশ্বাস করেন।
‘বিল্লা ৭৮৬’। ‘কুলি’ ছবিতে এটি প্রাণরক্ষা করেছিল অমিতাভ বচ্চনের। বিগ বি নিজেও ৭৮৬ সংখ্যার মাহাত্ম্যে বিশ্বাসী। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমরা ৭৮৬-কে পবিত্র সংখ্যা হিসেবে বিশ্বাস করেন। পাকিস্তান, ভারত এবং মায়ানমারের মুসলিমদের মধ্যে ৭৮৬ সংখ্যার গুরুত্ব অপরিসীম।
‘বিসমিল্লাহ আল-রহমান আল রহিম’। কোরানে এর অর্থ ‘আল্লাহর নামে, যিনি সর্বশক্তিমান, দয়াবান’।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই কথাটির নিউমারোলজিক্যাল মূল্য ৭৮৬-র সমান। তাই বিসমিল্লাহের নাম এবং ৭৮৬-র গুরুত্ব একই। কোনও কিছু লেখা বা কোনও কিছু শুরু করার আগে আল্লাহের নাম নেন ধর্মপ্রাণ মুসলিমরা। কিন্তু যে কোনও কাগজে আল্লাহের নাম লেখা সব সময় তারা পছন্দ করেন না। কারণ কাজ ফুরিয়ে গেলে ওই কাগজ ফেলে দেওয়া হলে আল্লাহের নাম এখানে সেখানে পড়ে থাকতে পারে। তাই তার বদলে ৭৮৬ লিখতেই বেশি পছন্দ করেন মুসলিমরা।
তবে অনেক গোঁড়া ও ধর্মপ্রাণ মুসলিম আল্লাহের নামের বদলে ৭৮৬-র ব্যবহার পছন্দ করেন না। আল্লাহের পবিত্র নামের জায়গায় কোনও সংখ্যার ব্যবহার মধ্যপ্রাচ্য দেশগুলিতে অপছন্দের। মুসলিমদের ধর্মগ্রন্থ কুরানও ৭৮৬-র ব্যবহার অনুমোদন করে না। তবে ভারত-পাকিস্তানের মুসলিম সম্প্রদায় ৭৮৬-র মাহাত্ম্যে বিশ্বাসী।
এই ৭৮৬ মাহাত্মের সংখ্যা দিয়ে করোনা আক্রান্তের অবস্থান নির্ণীত হলো আজকের ২৪ ঘন্টায় বাংলাদেশে।
এবার দেখার পালা
(আল্লাহ যেন বাংলাদেশে আর একজন লোককেও করোনায় আক্রান্ত না করেন)
বিসমিল্লাহ বলিয়া ৭৮৬ শুরু করিয়া করোনা এখন কোন দিকে যায়।
Leave a Reply