সালমান হকঃ
আসল্লামুআলাইকুম ওয়া রহমতুল্লাহ।
মহান রব্বুল আল-আমীন এর হাজারো শুকরিয়া যিনি আমাকে আপনাকে এই মহামারির মধ্যও ঈদটা পালন করার সুযোগ করে দিয়েছেন…. এবং হাজারো দরুদ পৃথিবীর সব্বশ্রেষ্ট মানুষ যার সুন্নাতগুলো আগলে ধরার জন্য এতো কষ্ট যিনি আমার জন্য ১৪০০ বছর আগে কেঁদেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লালাহু আলাইহি ওয়া সালামের ওপর।
জাজাকাল্লাহ খাইরান প্রিয় Jafor BP ভাইকে এতো সুন্দর আয়োজন করার জন্য। আসলে একটা সত্যি কথা বলতেই হয় খুবই কম লেখক আছে যারা চায় না কিংবা কাজ করে না যাতে আরেক জন লেখক বের হোক। কিন্তু জাপর ভাইয়ের এই কাজ আমাকে সত্যি মুগ্ধ করেছে ওনি নিজে একজন বেস্টসেলার লেখক হওয়ার পরও ওনি আর লেখক বের করার জন্য কাজ করছে আল্লাহ ভাইকে কবুল করুক এবং তার কলমকে শক্তিশালী করুক
রমাজান এসে রমজান চলে গেল
এর পর এলো ঈদুল ফিতর
রমাজানে দীর্ঘদিন রোজা রাখার পর যখন শাওয়ালের চাঁদ দেখা যায় তখন প্রত্যেক মুসলিমের মতো আমারও আনন্দ হওয়াটা স্বাভাবিক।
কিন্তু এইবারের ঈদটা অনেকটা ভিন্নভাবে কাটল
। কিন্তু মজা একদম হয়নি তা বলব না শুধু বাইরে বেরাতে যাওয়াটা ছাড়া বাকি সব হলো.।
কিন্তু ঘরে যখন একাকি তাকি তখন চিন্তা করছিলাম
আমরা আজ একটা ঈদ না হয় মজা করতে পারছি না তাতে কী হয়ছে। কিন্তু সিরিয়া ফিলিস্তিনে তো আমার মুজাহিদ ভাইয়েরা অনেক ঈদ তো আনন্দ না করে কাটিয়েছে আমারা না হয় ভালো পোষাক পরলাম না কিন্তু আমাদের চারপাশে অনেক পরিবার আছে তারা তো ভালো পোষক পড়ার সুযোগও পায় না…. আর মনটাও খুব খারাপ লাগে খুব ভয় হয়
চিন্তিত হয় একটা কথা ভেবে রাসূল সাঃ বলেছেন রমজান মাস পেয়েও যে গুনাহ ক্ষমা করতে পারেনি তার মতো অভাগা কেউ নেই
জানিনা গুনাহ কতো টুকু ক্ষমা করতে পেরেছি
শুধু একটা দোআয় করি তিনি যেন এই ফিতনার যুগে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে রাখেন আর যেন জীবনের গুনাহ ক্ষমা না করা ছাড়া মৃত্যু না দেন…..
এটাই আমার ঈদ স্মৃতি সবাই দোআ করবেন যাতে আল্লাহ আমার ঙ্গানকে বৃদ্ধি করে দে এবং আপনাদের কে আমার পক্ষ তেকে কিছু লেখা উপহার দিতে পারি।
Leave a Reply