1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ বরগুনায় জোরপূর্বক বিষপান করিয়ে চাচাকে হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার ০৩ 

স্মৃতির পাতায় অতীতের ঈদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৩০৫ জন সংবাদটি পড়েছেন।

আলআমিন আশরাফঃ

সাল ২০২০। (হ্যা চলমান বছর)
এই বছর টা খুব ই আলোচিত সমালোচিত। এবং আতংকিত হওয়ার বছর। কারণ এই বছরের শুরুতেই আমাদের উপর নেমে আসে এক ভয়াবহ খোদার আযাব।যেটার তাণ্ডবের কাছে অসহায় পুরো বিশ্ব।
হয়তো আমরা আল্লাহর থেকে বিমুখ হওয়ার দরুন এই আযাব আমাদের উপর আপতিত হয়েছে।

হায়াতুল উলয়া পরিক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক এই মুহুর্তে মাদ্রাসা বন্দের ঘোষনা আসল। মন খারাপ করে মাদ্রাসা ত্যাগ করা ছাড়া কোন উপায় ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল বাড়িতে।গুনে গুনে দিন পার করছিলাম বন্দি হয়ে কোনো রকমে।ঘর থেকে বের হওয়া রাষ্ট্রীয় ভাবে নিষেধ। কারণ পুরো দুনিয়া যে লক ডাউন। ঘর থেকে বের হওয়া এক মছিবত।

এভাবেই আস্তে আস্তে চলে আসল, মুমিনের কাংকিত সেই সিয়াম সাধনার মাস, রমজান। সারাদিন রোজা আর কোন রকমে তারাবীর নামাজ পড়া হচ্ছিল। মসজিদ গুলো থেকে ঘোষনা আসতেছিল মসজিদে না যাওয়ার।
এভাবেই কোন রকমে কেটে যায় রহমত- মাগফিরাত- আর নাযাতের দিন গুলি। চলে আসে উৎসবের উৎস অর্থাৎ ঈদের দিন।

কিন্তু এবারের ঈদ যে আমার কাছে ঈদ মনে হচ্ছে না। ছোটবেলায় ঈদে কত আনন্দ করতাম। কত প্রস্তুতি নিতাম।
ঈদের আগে নতুন জামা কাপড় কিনতে হবে। নতুন জুতা কিনতে হবে। আর কখনো তো পাগলামি করে ঈদের নতুন কাপড় লুকিয়ে রাখতাম কেউ দেখে ফেললে মনে করতাম ঈদ হবে না ।আর ও কত পাগলামি।
ঈদের রাত্রে চাঁদ দেখার জন্যে দলবেঁধে মাঠে যেতাম বন্ধুরা সবাই। চাঁদ উঠলে খুশিতে মিছিল করতাম। আমাদের আনন্দ দেখে কে।
কাপড়ে কেরোসিন দিয়ে তারকাটায় বাঁধতাম। পরে আগুন লাগিয়ে সেটা ছুড়ে মারতাম মুক্ত আকাশে। সাথে আমরা ও লাফিয়ে উঠতাম। হই হুল্লোড় আর দৌড়াদৌড়ি করতাম মাঠজুড়ে । আর বাড়ি বাড়ি গিয়ে ছোট বড় সকলকে ঈদের সংবাদ দিতাম। সে কি আনন্দ। খুশিতে ভেসে বেড়াতাম পুরো গাঁয়ে।অনেক রাত পর্যন্ত আড্ডা দিতাম। এভাবে অনেক রাত করে বাড়ি ফিরতাম। তখন মনে হত পৃথিবীতে আমরাই হয়তো সবচেয়ে বেশি সুখী।

পরের দিন সকালে খুব ভোরেই ঘুম থেকে উঠতাম। বন্ধুদের সাথে কথা ছিল যে,যে আগে ঘুম থেকে উঠবে সে সবাইকে ঘুম থেকে ডেকে তুলবে। ঘুম থেকে উঠে বন্ধুদের নিয়ে চলে যেতাম খেলার মাঠে। কত রকমের খেলা খেলতাম। গোল্লাছুট, ফুটবল, উচ্চলাফ, দীর্ঘলাফ, আরও অনেক খেলা। কিন্তু সবশেষে খেলতাম হা ডু ডু। এই খেলায় সবার শরির ধুলিবালি দিয়ে একাকার হয়ে যেত। পরে গোসল করে চলে আসতাম বাড়িতে।
বাড়িতে এসে নতুন জামা কাপড় পড়ে বন্ধুদের দেখাতে যেতাম, আর বলতাম দেখ আমার ঈদের জামা কত সুন্দর। ওরা ও বলত ওদের জামা বেশি সুন্দর । এভাবে কথা বলতে বলতে চলে আসতাম ঈদগাহে।
এক মাঠে জড়ো হয়ে নামাজ পড়তাম পুরো এলাকাবাসী সবাই। এ যেন এক সর্গীয় দৃশ্য।যেটা উপভোগ করত এলাকাবাসী সবাই।ধনী গরীব সবাই যে আজ এক কাতারে শামিল। আহা কি মধুর সেই দৃশ্য।

নামাজ পড়ে চলে আসতাম বাড়িতে। এসেই সবাই কে সালাম করে জোরপূর্বক সেলামি আদায় করতাম। পরে সেই টাকা দিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়।সারাদিন প্রচুর খাওয়া দাওয়া আড্ডা ও মজা করে চলে আসতাম সন্ধায় ।
এভাবেই কাটত আমাদের ছোটবেলার ঈদ।
ছোটবেলায় ঈদে যে কি আনন্দ করতাম সেটা আসলে লেখায় প্রকাশ করা সম্ভব না। আজ যখন এই স্মৃতি গুলা কি- বোর্ডে টাইপ করছিলাম। তখন অন্তরে বিরাট শুন্যতা অনুভব করছিলাম। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল।চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছিল।
কতক্ষণ বসে চিন্তা করলাম, আর ভাবলাম, সত্যি কত সুন্দর ছিল আমাদের আগের ঈদ গুলো। আজ ঈদ অথচ মনে কোনো আনন্দ নেই। কারণ খেলার সাথি গুলা এখন বড় হয়ে গেছে। ওদের নাকি খেলার বয়স নাই। আমার ও হয়তো নাই।কিন্তু আবেগ আছে।

এমনিতেই সময় খারাপের দিকে যাচ্ছে দিন দিন। ঈদ পালন করতে হচ্ছে ঘরে বসেই। নাই ঘুরাঘুরি। নাই আড্ডা। নাই মাস্তি।

এছাড়া ও আরেকটি কষ্ট হচ্ছে, এবার ঈদের জামাতে পুরো এলাকাবাসী একত্রিত হতে পারে নাই। কারণ ঈদগাহে নামাজ পড়া নিষেধ ছিল।যাতে মানুষের সমাগম কম হয় এজন্য। সবাই যেন যার যার মহল্লায় ঈদের নামাজ পড়ে। রাষ্ট্রীয় ভাবে এই নির্দেশ ছিল। আগে পুরো এলাকায় এক জায়গায় ঈদের নামাজ হত। আর এবার বিভিন্ন মসজিদে, ও অনেক জায়গায় ঈদের নামাজ পড়া হয়েছে। কিন্তু আগের সেই মনকাড়া দৃশ্য দৃষ্টিগোচর হয়নাই।
নামাজের পর ঘুরতে বের হওয়া যাবেনা। কারণ সারা দেশ লকডাউন করা। কোথাও যাওয়া যাবেনা। আড্ডা দেওয়া যাবেনা।ইত্যাদি।ইত্যাদি।
তাই মন খারাপ করে বাড়ির পথ ই ধরলাম।কি আর করা। বাড়িতে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আর কল্পনায় ভাবতে লাগলাম সেই সোনালী দিন গুলোর কথা। যেন দিন গুলি হারিয়ে ফেলেছি সময়ের স্রোতে। জানি না আবার কবে আসবে সেই সোনালী অতীতের আনন্দঘনও উৎফুল্লময় দিন গুলো। কবে উঠবে সেই আনন্দদায়ক চাঁদ। কখন পোহাবে সেই আধাঁর রাত। কখন উঠবে সেই আলোকিত সু্র্য্য যেটার জ্যোতিতে ফিরে আসবে আবার সেই সোনালী দিন।সেই ক্ষণের প্রতিক্ষায় দিনাতিপাত করছি আমি ও আমার মত আর ও অনেকেই।

লেখার সময়=রাত ২:৪৮মিনিট।
তারিখ=২৭/৫/২০২০ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION