সাদমান আবদুল্লাহ রাফি ঃ
ঘুমই আসছে না। ঘুমের মধ্যে যে একটা শান্তি
আছে তা ঈদের খুশির অত্যাচারে জানালা দিয়ে পালিয়েছে।
না! এভাবে আর পারছি না। বিছানা থেকে উঠে পড়লাম। খাতা কলম নিয়ে বসে পড়লাম টেবিলে।
লিখতেছি…….
ভাবছেন কি লিখতেছি?
লিস্ট করতেছি। সালামির লিস্ট। এক পৃষ্টার একটা লিস্ট করে হিসাব কষে দেখলাম প্রায় সাড়ে তিন হাজারের মতো হয়েছে। খুশিতে আত্মহারা! আগামীকাল এত্তগুলো টাকা পাব।
এবার দেখি ঘুম চলে আসছে। বিছানায় সটান হয়ে পড়ে ঘুমিয়ে পড়লাম।
…
চাচা ডাকছে। রাফি উঠ। ফজরের সময় শেষ হয়ে যাচ্ছে। অন্যসময় দেরি করলেও এবার এক লাফে উঠে পড়লাম। ঈদের দিন বলে কথা।
ফজরের নামাজ পড়ে অন্যদিনের মতো আর ঘুমাই নি। সাড়ে সাত টার দিকে গোসল করে পাঞ্চাবী পড়ে সুগন্ধি লাগিয়ে ছোটো ভাই কে নিয়ে নামাজের উদ্যেশ্যে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, বলে রাখি ছোটো ভাই সদ্য কথা বলতে শিখেছে। কিছুক্ষণ একটা দোটানার মধ্যে ছিলাম ওকে নিব নাকি নিব না। অবশেষে নিয়ে গেলাম। কিন্তু গোলমাল পাকালো।সবাই যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেল ছোটো ভাই আমার ভয়ে কান্না শুরু করে দিল। তো যা হওয়ার তাই হলো সবার কাছ থেকে রীতিমতো বকা শুনে মসজিদের বাহিরে প্রাঙ্গনে নামাজ পড়তে হলো।
মন খারাপ।নামাজ পড়ে খোৎবা টা আর শুনতে পারলাম না। ছোট্টো ভাই কে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।
বাড়িতে গিয়ে আম্মুকে সালাম করলাম (পরিবারের ছেলে সদস্য রা এখনো মসজিদে)।
আম্মু বাহারি রকমের খাবার রান্না করল।সবকিছু থেকে একটু একটু খেলাম। এতক্ষণ যে নামাজ পরতে না পারার একটা বেদনা ছিল এবার সেটা কেটেছে। এবার ঘটল আরেক কান্ড। বাড়ির এত এত মেহমানের মধ্যে কাকে সালাম দিয়েছি কাকে দিইনি মনে থাকেনা। এ নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হলো।
আবারও মন খারাপ। আমার রুমে গিয়ে শুয়ে রইলাম। হঠাৎ মনে পড়ল এভাবে শুয়ে থাকলে, কালকে যে বাজেট করেছিলাম সেটাতো ফ্লপ খাবে। মন একবার বলছে কোথাও বেড়াতে যায়, আবার বলছে কোথাও যাব না।
ইশার নামাজ পড়ে আসলাম।পুরোদিনে অনেক আত্নীয়ের বাড়িতে গেছিলাম।
এবার হিসাবের পালা। পাঞ্চাবীর দুই পকেট ও প্যান্টের এক পকেট থেকে সব টাকা বের করলাম। গুনে দেখলাম সব মিলিয়ে দেড় হাজার টাকার মতো হয়েছে। আশানুরূপ না হলেও যা পেলাম তা নিয়েই আমি খুশি।
যাক কয়েকটা ঘটনা বাদ দিলে আমার ঈদের দিনটা খুব ভালোই কাটল।
.
কি ভাবছেন???
ছেলেটা লগডাউনের মধ্যে এতকিছু করল কিভাবে?
না! এটা ছিল দুই বছর আগের ঈদ।
জাযাকুমুল্লাহু খাইরান
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ….
Leave a Reply