চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা চরফ্যাশন উপজেলার সাংবাদিক সহ একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত। দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিক এআর এম মামুনসহ ঐ পরিবারে তার স্ত্রী ও দুই শিশু সন্তান করোনা আক্রান্ত হয়েছে। রবিবার বিকালে তাদের করোনা নমুনা রিপোর্টে পজেটিভ আসে।
হাসপাতাল সুত্রে জানা যায়, এ আর এম মামুন, স্ত্রী মারজিয়া আক্তার শান্তা, শিশু মাসফু (৮) ও দেড় বছরের শিশু মাহিরের জ্বর, শরীর ব্যথা, কাশি দেখা দিলে বৃহম্পতিবারে চরফ্যাশন হাসপাতালে করোনা পরিক্ষার জন্য নমুনা দেয়া হয়। রবিবার বিকালে রিপোর্ট আসে পজেটিভ।
চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
চরফ্যাশন প্রেসক্লাবের একাধিক সংবাদ কর্মী বলেন, ‘সাংবাদিক পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় ওই সংবাদকর্মীর পরিবার যেমনি আতংকে তেমনি চরফ্যাশনের সকল সংবাদকর্মীদের মধ্যেও আতংক বিরাজ করছে।’
Leave a Reply