বৃহত্তর নোয়াখলীর ফেনী দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ ইয়াকুবপুর ইছহাকিয়া এতিমখানা মাদ্রাসার সহকারী সুপারিন্টেনডেন্ট মাওলানা মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী(৫৫) কে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে মামলা দায়ের করার অভিযোগ করেছে বয়োবৃদ্ধ এ শিক্ষকের পরিবার। এ মামলায় উক্ত শিক্ষক এখন জেল হাজতে রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ জুলাই একই ইউপির ১ নং ওয়ার্ডের আসলাম ভূঞা বাড়ীর নেয়ামুল আলম সাহেদের স্ত্রী ফারজানা আক্তার(২৩) তার তিন মাসের ছোট বাচ্ছাকে ঝাঁড় ফুঁক করার জন্য এতিমখানা ভবনের ২য় তলায় নিলে উক্ত শিক্ষক তাকে বিশ্রামের রুমে নিয়ে শ্লীলতাহানী করেন। এই মর্মে গত ১২ জুলাই দাগনভূঞা থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন তিনি। যার নং- ০২ তাং- ১২/০৭/২০২০ ইং। উক্ত মামলায় একমাত্র আসামী করা হয় মাওলানা ইউছুফ সিদ্দিকীকে। মামলা দায়েরের পর একই দিনই তাকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। সে থেকে গত ১৩ জুলাই থেকে জেল হাজতে রয়েছেন উক্ত শিক্ষক।
এ বিষয়ে সাংবাদিকদের ইউছুফ সিদ্দিকীর বড় ছেলে ফোরকান সিদ্দিকী (২৬) জানান- তার পিতা এ ঘটনায় নিদোর্ষ। মুলত: এতিমখানার পরিচালনা কমিটির সাথে বিরোধের কারনে শত্রুপক্ষীয় লোকজন বাদীকে দিয়ে ঘটনার ৯দিন পর উক্ত মামলাটি দায়ের করেন। যদি শ্লীলতাহানীর কোন ঘটনা ঘটতো তবে বাদী সঙ্গে সঙ্গে থানায় যেতেন বা উনাকে পুলিশে ধরিয়ে দিতেন। তিনি আরো বলেন, আমার পিতা একজন বয়স্কলোক ও নানা রোগে আক্রান্ত। বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি ঝুঁকির মুখে আছেন তাই উনাকে নি:শর্ত মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
Leave a Reply