নিজস্ব প্রতিবেদক: মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও ধর্ষনের বিরুদ্ধে, ধর্ষকদের ফাঁসির দাবীতে বরিশালে মানববন্ধন পালিত হয়েছে।
শুক্রবার(৯অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট শেখ রাসেল ক্লাব সংলগ্ন মূল সড়কে সাধারন শিক্ষার্থীদের উদ্যোগে নাফিজুর রহমান নিশাতের নের্তৃত্বে এ মানব বন্ধন পালিত হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও ধর্ষনের বিরুদ্ধে, ধর্ষকদের ফাঁসির দাবীতে বরিশালে মানববন্ধন।। ছবি- দেশ আলো
মানববন্ধনে বক্তব্য রাখেন,বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম রাসেল,মোঃ সজল,জেলা ছাত্রলীগ নেতা তানজিল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-যোগ্য নের্তৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।তার অক্লান্ত পরিশ্রমের কারনেই আমরা আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছি।এতে একটি কু – চক্রী মহল ইর্ষান্বিত হয়ে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে।আমরা বলতে চাই দেশের সাধারন জনতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র রুখে দিয়ে কু-চক্রী মহলের ষড়যন্ত্রকে নষ্যাত করে দিবে।যারা ধর্ষক তাদের কোন জাতি গোষ্ঠীনেই।এরা সমাজের নিকৃষ্টতম নরপশু।আমরা এ সকল নরপশুদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃআকাশ,জাহিদুল ইসলাম শুভ, তানজিল হোসেন, মোঃমঈন, মঈন, রাজিব।
Leave a Reply