1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ

অতিথি পাখিদের কলরবে মুখর দূর্গাসাগর দিঘি

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৭৪১ জন সংবাদটি পড়েছেন।

দেশীয় ও পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখর হতে শুরু করেছে ২৪০ বছরের ঐতিহ্যবাহী বরিশালের দুর্গাসাগর দিঘি। শীতের আগমনী বার্তার সাথে সাথেই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখিদের দেখতে ভীড় জমান পাখিপ্রেমী সহ সব বয়সের দর্শনার্থীরা। পাখির কিচিরমিচির আর জলে ডানা ঝাপটানোর শব্দ এখানকার নৈসর্গিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।

বরিশাল নগরী থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অবস্থিত দুর্গাসাগর বরিশালের অন্যতম পর্যটন এলাকা।

এককালে মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের সর্বশেষ রাজধানী। ১৭৮০ সালে চন্দ্রদ্বীপ রাজ্যের তৎকালীন রাজা শিব নারায়ণ তার স্ত্রী দুর্গা রাণীর নামে খনন করেন বিশাল এই জলাধার। ৪৬ একর জমির মধ্যে দ্বীপসহ জলভাগের পরিমাণ ২৭.৩৮ একর এবং স্থলভাগের পরিমাণ ১৮.০৪ একর। দীঘির চারপাশে ও মাঝের দ্বীপটিতে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রয়েছে। এছাড়া দীঘির চারপাশ দিয়ে ১.৬ কিলোমিটার ওয়াকওয়ে রয়েছে।

১৯৯৬ সালে এই দীঘিকে দুর্গাসাগর দীঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য প্রকল্পের আওতায় নিয়ে পরিণত করা হয় অন্যতম পর্যটন কেন্দ্রে। এরপর জরাজীর্ণ হয়ে পড়া দুর্গাসাগর দিঘিকে কয়েক বছর পরে সতেজ করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়।

দিঘির পাড়ে ফলজ গাছ রোপন, দিঘির দক্ষিণপাশে পদ্ম-শাপলা, সেই সঙ্গে দিঘিতে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি দশনার্থীদের দৃষ্টি আকর্ষনের জন্য ঘাটলা বাধাইকরন, হরিনের বিচরণ ঘটানো এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়। এদিকে পাখিদের আকৃষ্ট করার জন্য দিঘিকে ঘিরে শত শত হাঁস ও কবুতর পালনও শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরই প্রথম দুর্গাসাগর দিঘিতে পরিযায়ীদের বিচরণ দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাসহ পর্যটকরা।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিযায়ী পাখিদের খাবার এবং হাঁসের খাবারের চাহিদা পূরনের লক্ষ্যে প্রায় ৫০ হাজারের বেশি শামুক ও ঝিনুক ছাড়া হয়েছে। উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের সহয়তায় এই শামুক সংগ্রহ করা হয়েছে।

পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে দীঘি ঘিরে বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দীঘিতে বোট, তীরে ছাতা, টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা ইত্যাদি রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

পর্যটক ফারদিন মাহমুদ জানান, বরিশালে ঘুরে বেড়ানোর মতো তেমন কোনো জায়গা নেই, তবে দুর্গাসাগর একটি ঐতিহ্যের প্রতীক। বর্তমানে দুর্গাসাগরের পরিবেশ যেভাবে নিরাপদ করা হয়েছে, সেভাবে থাকলে পরিযায়ীরা নিজেদের নিরাপদ মনে করবে এবং শীতের সময় প্রতিবছরই তারা আসবে। ফলে দশনার্থী সংখ্যাও বাড়বে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, অতিথি পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গাসাগরে ভারসাম্যপূর্ণ ইকোসিস্টেম তৈরি করার জন্য সংযুক্ত করা হয়েছে শামুক ও ঝিনুক। খাদ্যের অভাবে যেন পাখির প্রজননে কোনরূপ বাঁধা সৃষ্টি না হয় তার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্গাসাগরের মধ্যবর্তী দ্বীপকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে সাজানোর জন্য দেশীয় নানা প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION