1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ

করোনা: বরিশাল জেলা প্রশাসনের গনবিজ্ঞপ্তি

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৫৯৫ জন সংবাদটি পড়েছেন।

সারাদেশের ন্যায় বরিশালেও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে এর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে। সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না।

এমতাবস্থায় করোনা সংক্রমণ রোধে সোমবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জেলার সবার স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে জনসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে ১৭ টি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেয়েই দশটি উপজেলার নির্বাহী অফিসারগণ রাতেই গণবিজ্ঞপ্তি স্ব-স্ব এলাকার গুরুত্বপূর্ণস্থানে প্রচার করেছেন।

গণবিজ্ঞপ্তির নির্দেশনাগুলো হলো- সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সবধরণের জনসমাগম সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সবধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে ও জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। পর্যটন ও বিনোদন কেন্দ্র সিনেমা হল কিংবা থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সবধরনের মেলা আয়োজনে নিরুৎসাহিত করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবেনা। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা কিংবা উন্মুক্তস্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ক্রয় ও বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। শপিংমলে ক্রেতা-বিক্রেতা উভয়কে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

অপ্রয়োজনীয় ঘোরাফেরা কিংবা আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাহিরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক পরিধানসহ সবধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‘স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে। সচেতনতার লক্ষ্যে প্রচার তো চলছেই। পাশাপাশি যারা সচেতন নন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION