নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন,আসন্ন ইউপি নির্বাচন যাতে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে লক্ষে পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
বুধবার (১৬জুন) ভোলার তজুমদ্দিনে আসন্ন ইউপি নির্বাচন ২০২১ কে সামনে রেখে তজুমদ্দিন থানার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার লক্ষে প্রতিটি কেন্দ্রে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।আমরা আশা করি তজুমদ্দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক আয়োজনের লক্ষ্যে তজুমুদ্দিনের বিভিন্ন এলাকা ও নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি),পুলিশ পরিদর্শক (তদন্ত),তজুমুদ্দিন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, দুই ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য, সাধারন সদস্য পদের প্রার্থীসহ ভোটারগণ ও সাবেক চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য, সাধারন সদস্যবৃন্দ ।
Leave a Reply