নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আনিচুর রহমান ও মুলাদী উপজেলার ৪ নম্বর গাছুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোকসেদ মীর।
অনিয়মের অভিযোগ এনে সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চলমান ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আনিচুর রহমান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নওয়াব হোসেন নয়নের কর্মী ও সমর্থকরা নির্বাচনের আগে থেকেই তার নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তার ওপরে হামলা করে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা।
তবে এ বিষয়ে বিবিচিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম বলেন, ওই প্রার্থী গণমাধ্যমের কাছে যে অভিযোগ করেছেন আমাদের কাছে এ রকম কোনো অভিযোগ করেননি। তা ছাড়া এই মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। আর বিষয়টি আমি অবগতও নই। বিবিচিনিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে কারচুপি ও অনিয়ম, কেন্দ্র থেকে এজন্টদের বের করে দেওয়াসহ প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মুলাদী উপজেলার ৪ নম্বর গাছুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোকসেদ মীর। সোমবার (২১ জুন) বেলা ১২ টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিয়নের ৯টি কেন্দ্রে আমার এজেন্ট দেওয়া হয়েছে। কিন্তু ভোটগ্রহণ শুরুর পরপরই তাদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা। এবং এজেন্টদের ভয়ভীতি দেখিয়েছে। প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
মোকসেদ মীর বলেন, ভোটের আগের রাতে গতকাল রোববার তার বাসভবনের কাছেই একাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা এমনটি ঘটিয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানিয়েও কোনো সুফল আসেনি।
Leave a Reply