আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিবেদক:
যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ।
রোববার কলেজ অডিটোরিয়ামে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কলেজের সকল শিক্ষার্থীদেরকে “জুম ক্লাউড মিটিং” সফটওয়্যার এর মাধ্যমে উক্ত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে সংযুক্ত রেখে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
মুজিব বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শর্মিলা চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর আত্মত্যাগ তুলে ধরে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ প্রফেসর আ. ফ. ম. রেজাউল হাসান।
এরপর জাতির জনকের ঐতিহাসিক ঘটনা নিয়ে তৈরি ডকুমেন্টারি প্রদর্শনী এবং সব শেষে ১৫ই আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply