1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

বরিশালে মাদ্রাসা শিক্ষকের কামড়ে শিশু শিক্ষার্থী আহত,পাষণ্ড শিক্ষক আটক

  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৫৩ জন সংবাদটি পড়েছেন।

বরিশালের ভাঙ্গার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুলউলুম মাদ্রাসার শিক্ষক জোবায়ের আহমেদের বেদম পিটুনি ও কামড়ে আবু তালহা (৮) নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।এ ঘটনায় পাষণ্ড শিক্ষককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শনিবার(২৮ আগস্ট) বেলা ১ টার দিকে পাষণ্ড শিক্ষক জোবায়ের আহমেদকে আটক করেছে পুলিশ।

আহত শিক্ষার্থী আবু তালহার পিতা আঃ কাইউম জানান,বরিশালের ভাঙ্গার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদ্রাসার হেফজ খানার নাজেরানার ছাত্র আবু তালহাকে গত বুধবার (২৫ আগস্ট) রাতে দুষ্টামি করার অপরাধে সমস্ত শরীরে উপর্যুপরি পিটায় শিক্ষক জোবায়ের আহমেদ।এ সময় আবু তালহার দুই নিতম্ব ও কাঠে মোট তিনিটি কামড় দেয় পাষন্ড শিক্ষক জোবায়ের। এছাড়াও পেটের উপর গ্যাসের সিলিন্ডার রেখে শাস্তি দেয়া হয় আবু তালহাকে।
পর দিন বৃহস্পতিবার এ ঘটনার কথা মাদ্রাসার সভাপতি ছালামকে জানালে আবারো পিটায় আবু তালহাকে। এরপর শুক্রবার দুপুরে আবু তালহাকে মাদ্রাসার পুকুরে চুবিয়ে গুরুতর আহত করে এ সময় পাশ্ববর্তী বাতরুম থেকে পায়খানা এনে হাতে মেখে চাটানো হয়।পরে রাতে আবু তালহা গুরুতর অসুস্থ হয়ে পরলে তার পিতা আঃ কাইউমকে খবর দিলে তিনি আহত আবু তালহাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আজ শনিবার দুপুরে শিশুটির পিতা আঃ কাইউম এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে পুলিশ পাষণ্ড শিক্ষক জোবায়ের আহমেদকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান,ঘটনার সত্যতা পাওয়া গেছে।অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION