বরিশাল প্রতিনিধি: বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম।
আজ বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ডিআইজি অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন অফিসারগনকে স্বীকৃতি তথা পুরস্কার প্রদান করা হয়। পটুয়াখালী জেলার সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএমকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, ছয় জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply