বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার আসর হলো ‘মিস ওয়ার্ল্ড’। যেখানে পৃথিবীর প্রায় অনেক দেশ থেকেই বাছাইকৃত সুন্দরীরা অংশগ্রহণ করেন।
করোনা মহামারির মধ্যেই ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসর বসে এবং তখনি বেঁধে যায় কাল। প্রতিযোগী ও আয়োজকদের একটি বড় অংশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে এ বছরের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জানা গেছে, আয়োজনের ১৭ প্রতিযোগী আক্রান্ত এই ভাইরাসে।
১৬ ডিসেম্বর পুয়ের্তো রিকোয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য। আয়োজকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, পুয়ের্তো রিকোয় ফাইনাল হবে, কিন্তু ৯০ দিন পর। কারণ আয়োজকদের একটা অংশ ও প্রতিযোগীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত হয়েছেন। তাই এই সিদ্ধান্ত।
আয়োজকদের বিবৃতিতে আরও বলা হয়েছে, নানাবিধ নিরাপত্তার দিক খতিয়ে দেখে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার। প্রতিযোগী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কারণ, এই সংক্রমণের মধ্যেও প্রতিযোগিতা চালিয়ে নিয়ে গেলে স্টেজ ও গ্রিন রুমে সংক্রমণের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।
Leave a Reply