1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

কড়াপুরে দেবরদের বিরুদ্ধে জমি আত্নসাতের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২২০ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে দেবরদের বিরুদ্ধে বিধবা ও বুদ্ধি প্রতিবন্ধীর জমি আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বিধবা মোসাঃ শেফালী বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর গ্রামের মরহুম ইসমাইল ফকিরের স্ত্রী মোসাঃ শেফালী বেগম ও তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী জলিলুর রহমান মিঠু সহ তিন ওয়ারিশের পৈতৃক সূত্রে পাওয়া ৩৪ শতক জমি থেকে উচ্ছেদ করে ঘর ভেঙ্গে প্রায় ৩০০ প্রজাতির গাছপালা বিক্রি করে টাকা পয়সা ভাগ ভাটোয়ারা করে সেই সম্পত্তি আত্নসাত করেছে একই বাড়ির বাসিন্দা বেল্লাত আলীর ছেলে আনোয়ার, নুরু ও দুলাল গংরা।

ভুক্তভোগী অভিযোগকারী বিধবা শেফালী বেগমের ঘর ভেঙ্গে সেই যায়গায় নতুন ঘর বানিয়েছে নুরু। এনিয়ে এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গের কাছে তিনি ধর্না দিয়েও কোন প্রতিকার পাননি। উল্টো তারা বিভিন্ন অজুহাত দিয়ে মোটা অংকের টাকা দাবী করেছে।

অভিযোগ সূত্রে আরো জানা গেছে, ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর রুনা লায়লা সোনালী মেম্বারকে প্রথম সাড়ে ৩ হাজার টাকা এবং পরে আরো ১৫০০ টাকা দিয়েও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী শেফালী বেগম। পরে আনোয়ার এর চাচা শ্বশুর নুরু আলম সরদারের কাছে গেলে তিনি ২০ হাজার টাকা দাবী করেন। এ সময় ভুক্তভোগী শেফালী বেগম উক্ত টাকা দিতে অস্বীকার করায় নুরু আলম সরদার তাকে খারাপ ভাষায় গালাগালি করেন এবং বলেন জায়গা খাইতে হইলে টাকা-পয়সা লাগবে। টাকা-পয়সা ছাড়া জমা-জমি খাওয়া যায়না।

বর্তমানে বিধবা ও তার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে জলিলুর রহমান মিঠু অন্যর বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ভুলে তাদের নামে ৩৪ শতক জমি রেকর্ড হইছে। তারা কোন জমি পাবেনা।

রায়পাশা- কড়াপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর রুনা লায়লা সোনালী বলেন, শেফালী বেগমের জমি মাপার জন্য আমিন এর খরচ বাবদ আমার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে সাড়ে তিন হাজার টাকা দিয়েছেন। পরে আমার খরচ হিসেবে তারা ১৫০০ টাকা দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, শেফালী বেগমের একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION