স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামে মোবাইল চুরির জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলা চালিয়ে ঘর ভাংচুর, নগদ ২০ হাজার ১শত ৫০ টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।
রবিবার(১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম: হেলেনা বেগম। সে ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হাওলাদারের স্ত্রী।
আহতের স্বামী আনোয়ার অভিযোগ করে জানায়, ঘটনার দিন বিকেলে তার স্ত্রী হেলেনার একটি নোকিয়া বাটন মোবাইল ফোন চুরি করে নেয় একই বাড়ির তাসনুর। বিষয়টি হাতেনাতে ধরা পড়লে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার ভাই শাওন, শাকিল, বোন খাদিজা, মা মর্জিনা ও ভাড়াটিয়া সন্ত্রাসী কাওসার, ফয়সাল দিপু সহ অজ্ঞাত আরো১০/১৫ জন মিলে হেলেনাকে প্রথমে লাঠি পেটা করে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা হাসপাতালে ভর্তি করে। চুরি হওয়া মোবাইল ফোনের বিকাশে ৫ হাজার টাকা ছিল বলেও জানান তিনি।
এদিকে সংবাদ পেয়ে বন্দর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানিয়েছেন।
Leave a Reply