নিজস্ব প্রতিবেদক: বন্য ময়না পাখি বিক্রির একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রাণীর অধিকার সুরক্ষা প্রদানে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন Animal Welfare Of Barishal- AWB এর। এরপর স্থানীয় প্রশাসনের সহায়তায় ময়না পাখিটি উদ্ধার অভিযানে নেমে পাখিটি উদ্ধার করে AWB এর সদস্যরা।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর পাখি বিক্রেতা মোঃ নিরাবুল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাখি বিক্রি নিয়ে একটি পোস্ট করে যা বন্য প্রাণীর অধিকার সুরক্ষা প্রদানে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন Animal Welfare Of Barishal- AWB এর নজরে আসে। অতপর AWB সংগঠনের সদস্য তুবা নাহার পাখি বিক্রেতা নয়নকে কৌশলে নতুল্লাবাদ ডেকে এনে তাকে বন্যপ্রাণী আইন সম্পর্কে ধারনা দেয়।
তবে পাখি বিক্রেতা রবিউল পাখিটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ফরেস্ট অফিসার মোঃ তাহেরুল ইসলাম এবং তার সঙ্গে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাইফুল এবং তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ময়না পাখিটি উদ্ধার করে।
এ বিষয়ে Animal Welfare Of Barishal -AWB অ্যাডমিন তুবা নাহার জানান, পাখিটি উদ্ধার করতে আমাদের সহযোগী নাজমুল ইসান, ইফরাতুন নাহার, সাইমুন সহ টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে পাখিটি উদ্ধার করা সম্ভব হয়েছে।আপাতত পাখিটি বন বিভাগের তত্বাবধানে রাখা হয়েছে। ৪-৫ দিন পর্যবেক্ষনে রাখার পর পাখিটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
সংগঠনের আরেক সদস্য নাজমুল ইসান বলেন, পাখিটি বরিশালে কোনো ভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তাহলে অন্য পাখি মেরে ফেলবে। পাখিটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
Leave a Reply