1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

নটরডেম কলেজে প্রথমদিন ও আমার অভিজ্ঞতা

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০১ জন সংবাদটি পড়েছেন।

সাজ্জাদ হোসেন

স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন। ঘুমের ঘোরে দেখা কোনো স্বপ্ন নয়; নিজেকে নিয়ে দেখা কিছু স্বপ্ন। তবে আমি এটা বলতে পারবো যে, আমার থেকে আমাকে নিয়ে আরো বেশি স্বপ্ন দেখে আমার বাবা, মা এবং আমার বড় ভাই। ভালো একটি কলেজের পোশাকে আমাকে দেখা যেন তাদের লক্ষ্য হয়ে দাড়িয়েছিল। ঢাকায় এসে উঠেছি আমার ভাইয়ের সাথেই। বড় বড় কলেজ অর্থাৎ সেন্ট-জোসেফ এবং নটরডেম কলেজের পরিক্ষার ফরমটুকুও তার হাতেই পুরন করানো হয়েছিল। আল্লাহর অসীম করুনা এবং বাবা-মা সহ সকল শুভকামীদের দোয়ায় টিকে গেলাম সেন্ট-জোসেফ এবং নটরডেম দুই কলেজেই । নটরডেম কলেজের রেজাল্ট চেক করার সময় আব্বু- আম্মু, ভাইয়া সকলেই পাশে ছিল। সকলে ‍খুশিতে আত্মহারা বটে। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। খুশিতে সবারই চোখ কিঞ্চিৎ ভেজা। গর্ববোধ হলো কারন তাদের মুখে আমি হাসিঁ ফোটাতে সফল হয়েছি।

আজ প্রথমদিন। তারিখটা ০১/০২/২০২৩ইং । কাঁচা সোনা রংয়ের শার্ট এবং কালো প্যান্ট। গলায় ঝুলন্ত আইডি কার্ড নিয়ে গেলাম কলেজে। আইডি কার্ড শো করিয়ে ঢুকলাম কলেজ ক্যাম্পাসে। চলে আসলাম আমার কক্ষের সামনে। ফাদার টিম ভবনের ৪৫৪ নাম্বর কক্ষটি। কক্ষ এখনো খোলা হয়নি। কারন আজ প্রথমদিন বলে সময়ের একটু আগেই এসেছিলাম। এসে উপকার হলো বটে; দেখলাম এখানে কর্মরত লোকজন পরিস্কার করছে কলেজের প্রতিটি ভবনের দালান-কোটা এবং মাঠ। যত্নের সাথে ছোট এর থেকে ছোট কাগজও তুলে নিচ্ছে। কিছু আবাসিক ছাত্ররা এসে প্রতিটি বেঞ্চসহ মুছলো ব্লাক বোর্ডটিও। এই রকম নটরডেমের প্রতি যত্ন ও ভালোবাসা দেখতে আমার কাছে খুব ভালোই লাগছিল। স্যার আসলো ঠিক সময়মত । বুঝতে বাকি রইলো না তাদের নিয়মনুবর্তিতায় তারা দৃঢ় । প্রথমদিন; তাই পরিচয় আদান-প্রদান করলেন আমাদের সাথে এবং অবগত করলো কলেজের নিয়ম-কানুন নিয়ে। দ্বিতীয় ক্লাস। বাংলা ম্যাম এসে একটি লাইন বল্লেন। তা হলোঃ-
”যে মানুষ জানে যে, সে কোথায় যাচ্ছে পুরো পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়”
কথাটা আমার মনে দাগ কেটে দিল। কথাটার তাৎপর্য বুঝতে পারলাম।

যাই হোক, এভাবে কাটলো চারটি পিরিয়ড। বিরতি পেলাম ২০ মিনিট; তাই ওই সময়ে ক্যান্টিন থেকে ঘুরে আসলাম। বিরতি শেষে আবার ক্লাস ‍শুরু। আরো একটি ক্লাস হলো। ষষ্ঠ ক্লাস অথাৎ শেষ ক্লাসটি হয়নি। কারন আজ প্রথমদিন হওয়া Activities ক্লাসটি হবে না। ভাবলাম কলেজের ক্যাম্পাস ও ভবনগুলো ঘুড়ে দেখি। গুটিকতক বন্ধু হয়েছিল বটে। তাদের নিয়েই পরিদর্শন করলাম ভবন গুলো। কোনো Lab-এ তো ঢোকা হয়নি কিন্তু লাইব্রেরিতে ঢুকেছিলাম। সামান্য কিছুক্ষন একটা বইয়েরও পাতা উল্টে দেখেছিলাম। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় পৌছে দেখি আব্বু-আম্মু উভয়েই ফোন কল করছে কয়েকবার তাদের সাথে কথা বললাম । তারপর বসে বসে কিছুক্ষণ ভাবলাম আজকের দিনটা নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION