স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।
নগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, আবু মুছা কাজল, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর কৃষকদল সদস্য সচিব সাঈদ, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তানজিল, ওয়ার্ড নেতা আব্দুর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদক ও মহানগর সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, মহানগর সদস্য এ্যাড.এ্যাড. হুমাউন কবীর মাসুদ, এ্যাড. আজাদ হোসাইন, মঞ্জুরুল ইসলাম জিসান, বদিউজ্জামান টোলন, খসরুল আলম তপন, মহিলা সদস্য সাবেক ছাত্রনেতা আফরোজা খানম নাসরিন সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
এ সময় নগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচার সরকার সহজে যাবার সরকার নয়। এর কাছ থেকে তত্ববধায়ক সরকার আদায় করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও সু-শৃঙ্খলভাবে আন্দোলন করার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
Leave a Reply