অপু হাসান। ভোলা প্রতিনিধি:
ভোলা জেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। মঙ্গলবার সকালে জেলা পুলিশের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচত করা হয়।
থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিট পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার ১০ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয় মো. মাকসুদুর রহমান মুরাদকে। এ জন্য সম্মাননা স্বরূপ তাকে ক্রেস্ট ও স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার, তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply