1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

অবরোধে বরিশালে দাম বেড়েছে শীতকালীন সবজির

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ জন সংবাদটি পড়েছেন।
dav

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার দেশব্যাপী অবরোধ ও হরতালের প্রভাবে বরিশালে সব ধরনের শীতকালীন সবজির দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়াতে সবজির দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

শীতের প্রভাব এখনো দক্ষিনাঞ্চলে না পড়লেও প্রতিদিনই বাজারে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। তবে সরবরাহ বাড়লেও কমছেনা দাম। সপ্তাহের ব্যবধানে ফুলকপি, বাধাকপি, শিম, মূলাসহ কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত।

নগরীর বাজার গুলো ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। এছাড়াও প্রতিকেজি শিম ৪০, মুলা ২০,সালগম ৩০,ফুলকপি ৩০, বাধাকপি ২৫, পটল ৩০,করল্লা ৩০, বেগুন ৩০, গাজর ১০০, টমটো ১২০, বরবরটি ৪০, পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, শীতের সবজির দাম প্রতিবছর কম থাকলেও এ বছর বাড়তি দামে বিপাকে পড়তে হচ্ছে। প্রতিদিন বাজারে আসলেই পাঁচ থেকে ১০ টাকা সবজির দাম বাড়ে। আমাদের বেতন তো বাড়ে না। এমন হলে সবজি খাওয়া বাদ দিয়ে দিতে হবে।

বরিশাল বহুমুখী সিটি মার্কেট মালিক সমিতির সদস্য জামাল হাওলাদার জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। তবে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবহন ভাড়াও কমবে সেই সাথে সবজির দামও কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION