1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

বরিশালে কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের প্রতিনিধি সভা ও মানববন্ধন।। দেশ আলো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আজরা জেবিন তুলি ও বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফারজানা বিনতে ওহাব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার, সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী,মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি খালেদা আফরোজ বিউটি,দপ্তর সম্পাদক নুরুন্নাহার বেগম,বরিশাল জেলা সভাপতি মেহেরুন্নেছা, ঝালকাঠি জেলা সভাপতি নাজমা বেগম,বিসিসির সাবেক কাউন্সিলর কামরুন্নাহার রোজী, পিরোজপুর জেলা সভাপতি অর্পনা হালদার প্রমুখ।

সভায় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার বলেন,আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা একদিকে নারী জাগরন সৃস্টি করছি অপরদিকে আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে গণমানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা আপনাদের মাধ্যমে তুলে ধরছি।এই দক্ষিণ বঙ্গের সবচেয়ে বড় একটি দৃশ্যমান উন্নয়নের অংশ হচ্ছে পদ্মা সেতু।পদ্মা সেতুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে আর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে।পদ্মা সেতুর মাধ্যমে অতি অল্প সময়ে আমরা ঢাকা থেকে বরিশালে এসে অফিস করতে পারছি,আবার নিরাপদে চলে যেতে পারছি।
তিনি বলেন, এক সময়ের তলা বিহিন ঝুড়ি খ্যাত বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

সুরাইয়া আক্তার আরো বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের জনগন বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আওয়ামীলীগকে গনভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে অত্যন্ত উদগ্রীব হয়ে আছে অপরদিকে ঐ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং তাদের দোসর বিএনপি জামাত এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত হয়েছে।তাদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হেলপার বেলাল হোসেন মারা গেছে।এই নারকীয় হত্যা কারীদের কঠোর শাস্তি নিশ্চিত করে ভবিষ্যতে এমন নারকীয় ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ যাতে ঘটাতে না পারে সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দুর এগিয়ে গেছে।শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারনে আমরা সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারছি,নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছেন তিনি। নারীরা আজ কাজের মাধ্যমে দেশকে উন্নত করেছে।প্রধানমন্ত্রী দেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন কালীন ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পরে বিএনপি জামাতের ডাকা অবৈধ অবরোধের আগুনে দগ্ধ হেলপার মোঃ বেল্লাল হোসেনকে নারকীয় হত্যার প্রতিবাদে বরিশালে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে সভার সমাপ্তি হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার,দপ্তর সম্পাদক নুরুন্নাহার বেগম,পটুয়াখালী জেলা সভাপতি মাছুমা সিকদার,ভোলা জেলা সভাপতি মরিয়ম বেগম, বরিশাল বিভগের ছয় জেলার মহিলা শ্রমিক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION