আব্দুল্লাহ আল হাসিব: জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ২০২৩ সালের ডিগ্রি পাস কোর্সের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তির আবেদন ৪ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হবে। আবেদন চলবে আগামী ১১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসানের দিকনির্দেশনায় ডিগ্রি পাশ কোর্সের প্রধান শাহীনা বেগমের তত্বাবধানে ডিগ্রি পাশ কোর্স শাখা পরিচালিত হচ্ছে।
ডিগ্রি পাশ কোর্সের রিলিজ স্লিপে ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগের নম্বর: 01717871548
যারা আবেদন করতে পারবে:
ক) যারা মেধা তালিকায় স্থান পায়নি;
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
তবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি,সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
Leave a Reply