বিশেষ প্রতিবেদক: রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) কলেজ অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব রোজিনা ইয়াসমিন।
সভায় সভাপতিত্ব করেন এইচএসসি বিএমটি,ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোত্তাশিদা খানম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রধান অতিথি এবং সভাপতি ৭১ এর চেতনা,২৫ মার্চ রাতের ভয়াল ইতিহাস নিয়ে তাদের মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত পরিসরে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। পাশাপাশি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর ৭১ এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সবশেষে কবিতা আবৃত্তি এবং দেশাত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply