বিনোদন প্রতিবেদক
টানা শুটিংয়ের ব্যস্ততায় শরীরের ওপর বাড়তি চাপ পড়ায় আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। শুটিং থাকলে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়, আবার বাড়ি ফিরতে ফিরতেও মাঝরাত পার হয়ে যায়। ফলে নিয়মিত ঘুমের ঘাটতি তৈরি হওয়ায় শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ছিল বলে জানিয়েছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টানা কাজ করার কারণে বিশ্রামের সুযোগ পাচ্ছিলেন না এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শে এখন কিছুদিন বিশ্রাম নিয়ে নিজেকে সুস্থ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কেয়া পায়েল।
এ বিষয়ে কেয়া পায়েল বলেন, “শুটিংয়ের সময়সূচি খুব চাপের। কখনো ভোরে বের হতে হয়, কখনো গভীর রাতে বাসায় ফিরতে হয়। ঠিকমতো ঘুমানোই সম্ভব হচ্ছিল না। তাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আপাতত বিরতি নিয়েছি।”
তিনি আরও জানান, এই বিরতিকে কাজে লাগিয়ে পরিবারকে সময় দেওয়া এবং শরীরচর্চা ও বিশ্রামের মাধ্যমে নিজেকে পুনরায় ফিট করে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন কেয়া পায়েল। বিরতি শেষে নতুন কাজ নিয়ে আবারও পর্দায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
Leave a Reply