স্টাফ রিপোর্টার | ঢাকা
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে চলন্ত বুলেটপ্রুফ গাড়ির গায়ে ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তি হঠাৎ করে গাড়িবহরের কাছাকাছি এসে তারেক রহমানের গাড়ির দরজার পাশে সাদা খাম বা কাগজ স্কচটেপ দিয়ে লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই গুলশান থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বিভিন্ন দিক থেকে ঘটনাটি বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের মান স্পষ্ট না হওয়ায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ আরও জানায়, ওই খামে কোনো বার্তা বা লেখা ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ঘটনাটি নিয়ে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। নতুন তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার সময় তারেক রহমান নিজেই গাড়িতে উপস্থিত ছিলেন এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দল ঘটনাস্থলে ছিল বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
Leave a Reply