স্টাফ রিপোর্টার | ঢাকা
আসন্ন হজ মৌসুমে বাংলাদেশ থেকে গমনকারী হজযাত্রীদের জন্য সারাদেশে ৮০টি নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। টিকা নেওয়ার নির্দিষ্ট তারিখ ও কেন্দ্রের তথ্য এসএমএসের মাধ্যমে হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, হজে গমনকারীদের জন্য মেনিনজাইটিসসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা টিকা বাধ্যতামূলক। এ লক্ষ্যে রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে মোট ৮০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নিবন্ধিত হজযাত্রীরা তাদের মোবাইল নম্বরে পাঠানো এসএমএস অনুযায়ী নির্ধারিত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করবেন।
কর্তৃপক্ষ আরও জানায়, টিকা গ্রহণের সময় হজযাত্রীদের হজ নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা আশা করছেন, এই পদ্ধতির মাধ্যমে ভিড় এড়ানো সম্ভব হবে এবং টিকাদান কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বছর সরকারের তত্ত্বাবধানে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
Leave a Reply