আব্দুল্লাহ আল হাসিব, দেশ আলো: জলপিপি রোজ রূপকথা। কানাডা উচ্চশিক্ষার স্বপ্ন ছিলো এই তরুণীর। সম্প্রতি তিনি উচ্চশিক্ষার জন্য কানাডার ভিসা জয় করেছেন।
কানাডার ভিসা জয়ের গল্পে জলপিপি রোজ রূপকথা জানান, আমার কানাডার ভিসা প্রসেস প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন মনে হয়েছিল ডকুমেন্টস। আমি সবসময় চিন্তিত থাকতাম, আদৌ সবকিছু ঠিক আছে কিনা।
রূপকথা জানান, প্রথমে আমি এক বন্ধুর মাধ্যমে ইমপ্যাক্ট গ্লোবাল কনসালটেন্ট (IGC) তে আসি। পরবর্তীতে তাদের পরামর্শ অনুযায়ী ইউনিভার্সিটি চয়েস করি। প্রথমে আমি টরেন্টোতে চয়েস করেছিলাম। কিন্তু টরেন্টোতে ভিসা রেশিও কম হওয়ার জন্য আমাকে আইজিসি থেকে তালহা ভাইয়া পরামর্শ দেন ইউনিভার্সিটি অব রেজিনা কিংবা এসব ভার্সিটিতে আবেদন করার জন্য। পরে আমি ইউনিভার্সিটি অব রেজিনা তে আবেদন করি। অফার লেটার আসার পর ডকুমেন্টেশনের জন্য মাসুম ভাই আমাকে সহযোগিতা করেন। অফার লেটার প্রাপ্তির পর ভিসা আবেদন করি এবং আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে যাই।
পরিশেষে আমি ইমপ্যাক্ট গ্লোবাল কনসালটেন্ট পরিবারকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই। আমার কানাডায় উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে শুরু থেকে শেষ পর্যন্ত আইজিসি আন্তরিকতার সাথে পাশে ছিলো।
Leave a Reply