একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক (৭৫) আর নেই। বুধবার রাত পৌনে ২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, মাহবুবুল হক দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। গত মাসে তিনি স্ট্রোক করেন। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে চলতি মাসে তার বাইপাস সার্জারি হয়। এর তিনদিন পর তিনি আবার স্ট্রোক করেন। আগে থেকেই তার কিডনি ডায়ালাইসিস চলছিল। সাত-আটদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১টা ৪৫ মিনিটে তিনি মারা যান। আজ সকালে মাহবুবুল হকের লাশ চট্টগ্রামে আনা হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তা সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। সেখান থেকে লাশ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। জুমার পর জানাজা শেষে সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাহবুবুল হক চট্টগ্রাম কলেজ থেকে ১৯৬৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে একই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। ১৯৯৬ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসাবে যোগ দেন। ২০১৩ সালে অবসরে যান।
Leave a Reply