দেশ আলো ডেস্ক: বরিশাল ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ে এপিবিএন নার্সারীর শুভ উদ্ধোধন করেছেন এপিবিএন পুলিশের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।
শুক্রবার (১৭ মে) দুপুর ২ টার দিকে ১০ এপিবিএন পুলিশের কার্যালয়ে এপিবিএন নার্সারীর শুভ উদ্ধোধন করেন তিনি। এ সময় ডিএমপির জয়েন্ট কমিশনার খন্দকার নুরুন্নবী এবং আরআরএফ পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এপিবিএন নার্সারীর শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে এপিবিএন পুলিশের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন বলেন,লাভের জন্য নয় বরং মানুষকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে আজকে এপিবিএন নার্সারীর শুভ উদ্ধোধন করা হয়েছে।এখানে অত্যন্ত সুলভ মূল্যে অন্যান্য নার্সারীর তুলনায় কম দামে সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষের চারা পাওয়া যাবে।প্রাথমিক অবস্থায় এপিবিএন নার্সারীতে কাঠ গোলাপ,অর্করিয়া,গ্রিন ঝাউ,গোলাপ,রায় বেলি,ট্রপিকাল জবা,করবি ড্রপ,ফক্সটেল পাম,চেরি,কামিনী হাইব্রিড,বাগান বিলাস,পাতা বাহার, হাইব্রিড টগর, রঙ্গন, বরই কুল, থাই জাম্বুরা, ভিয়েতনাম মাল্টা, দেশি নারিকেল,তিন ফল,কমলা,মাল্টা বারি-১,থাই পেয়ারা,লিচু,থাই সফেদা,আমলকী,লেবু,শরিফা,আম সহ মোট ২৯ প্রজাতির সৌন্দর্য বর্ধক ও ফলজ বৃক্ষের চারা পাওয়া যাবে।ভবিষ্যতে এ নার্সারীতে ব্যাপক পরিসরে আরো উন্নত ও ভালো মানের চারাগাছ পাওয়া যাবে।
এ সময় তিনি আরও বলেন, পৃথিবীতে প্রাণিকুলের জীব বৈচিত্র সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ অজান্তেই নিজের ক্ষতি করে চলেছে। তাই বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।
এপিবিএন নার্সারীর উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ, সহ ১০ এপিবিএন পুলিশের অন্যান্য সদস্যরা।
পরে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply